ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে গুলিবিদ্ধসহ ৩ ডাকাত আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
ওয়ারীতে গুলিবিদ্ধসহ ৩ ডাকাত আটক

ঢাকা: রাজধানীর ওয়ারীতে ডাকাতির প্রস্তুতিকালে গুলিবিদ্ধসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি ছুরি পাওয়া গেছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ওয়ারীর রোজ গার্ডেনের সামনে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গুলিবিদ্ধ ডাকাত স্বপন (৩০), গুলিবিদ্ধ শাহ আলম (৩৩) ও আমির হোসেন (৩৩)।

গুলিবিদ্ধ ডাকাতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, পাঁচজনের একটি ডাকাতদল ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত স্বপন ও শাহ আলম নামে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ডাকাতদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।