ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে ‘পরকীয়া’ প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
না'গঞ্জে ‘পরকীয়া’ প্রেমিকের হাতে প্রবাসীর স্ত্রী খুন

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের বন্দরে পরকীয়া প্রেমের জেরে তানিয়া বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে প্রেমিক। এ ঘটনায় প্রেমিক ইকবালকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তানিয়া বন্দরের চৌধুরীবাড়ি এলাকায় থাকতেন।

তার স্বামী নূর হোসেন সৌদি আরব প্রবাসী।

এলাকাবাসী সূত্রে জানায়, দীর্ঘদিন ধরেই প্রবাসী নূর হোসেনের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিলো ইকবালের।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, পরকীয়া প্রেমের কারণেই ইকবাল ও তানিয়ার শনিবার(৩০ ডিসেম্বর)দিবাগত রাতে ঝগড়া হয়। একপর্যায়ে ইকবাল তানিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় প্রেমিক ইকবালকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।