ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

সাভারে সুতার গোডাউনে আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
সাভারে সুতার গোডাউনে আগুনে ৩০ লাখ টাকার ক্ষতি

সাভার(ঢাকা): সাভারে আগুনে পুড়ে গেছে একটি সুতার কারখানা। এতে কারখানার প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার চেয়ারম্যান আরমান মিয়া উজ্জল।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাড়ি বেপারিপাড়া এলাকায় আটি সুইং থ্রেড সুতা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে হঠাৎ ওই সুতার কারখানার একটি গোডাউনে ধোঁয়া দেখা দেয়।

মুহূর্তের মধ্যে আগুন কারখানার ভেতরে ছড়িয়ে পড়লে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।