ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাড়াশে সাড়ে ৩শ’ পিস ইয়াবা ও জাল টাকাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
তাড়াশে সাড়ে ৩শ’ পিস ইয়াবা ও জাল টাকাসহ আটক ৩ জব্দকৃত ইয়াবা, টাকা ও আটক বিক্রেতা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও জাল টাকাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন।

এর আগে শনিবার ( ৩০ ডিসেম্বর) গভীর রাতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন, পিএসসি’র নেতৃত্বে তাড়াশ থানার মহেশরোহালী গ্রামে এ অভিযান চালানো হয়।

আটক বিক্রেতারা হলেন-ওই গ্রামের হাসান ফকিরের ছেলে মো. সাইফুল ইসলাম (৪২), তার ছেলে কাউছার (১৯) ও মৃত তয়জাল ফকিরের ছেলে রেজাউল করিম (৩৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল ফোন সেট ও নগদ ৫৭ হাজার ৭৩০ টাকা এবং ৮ হাজার ৩০০ টাকার জাল নোট জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।