ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বছরের ১ম দিনে পথে ঝরলো ১০ প্রাণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
বছরের ১ম দিনে পথে ঝরলো ১০ প্রাণ দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান

ঢাকা: ২০১৮ সালের ১ম দিনে সড়ক দুর্ঘটনায় চার জেলায় ১০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন।

সোমবার (০১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বগুড়‍া, হবিগঞ্জ, মাদারীপুর ও বাগেরহাটে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বগুড়ায় চারজন, হবিগঞ্জে চারজন, মাদারীপুরে একজন ও বাগেরহাটে একজন।

জানা যায়, বিকেল ৩টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয় মাইল ফুলতলা এলাকায় কার্ভাডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়। এসময় আহত হয় কমপক্ষে ২৫ জন।

নিহতরা হলেন-কাভার্ডভ্যান চালক নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরের সেলিম ভূঁইয়া (৪৫), শেরপুর উপজেলা সদরের আলতাফ হোসেনের মেয়ে মাহী (২৩), একই উপজেলার উলিপুর এলাকার মাসুদের মেয়ে মিথিলা (২০) ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. সাজু (৩৪)।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেল সাড়ে ৩টায় বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

দুর্ঘটনায় আহত কয়েকজনঅপরদিকে, হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে পিকআপভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চারজন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার মুদাহরপুর গ্রামের তোফান আলীর ছেলে শাহিন আহমেদ (২৬), মসছদ উদ্দিনের ছেলে হেকিম মিয়া (২৪), আব্দুল হামিদের ছেলে আবু রকিব (১৯) ও হিরন মিয়ার ছেলে ইয়াকুব আলী।

পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইয়াসিন আহমেদ বাংলানিউজকে জানান, বিকেলে মাছবাহী একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

এদিকে, সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় নেছার উদ্দিন (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নেছার উদ্দিন কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম বনগ্রাম এলাকার আহম্মদ তালুকদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এছাড়া বাগেরহাটে ট্রাকের চাপায় ঝন্টু রায় (৩৮) নামে  মোটরসাইকেলের আরো এক আরোহী নিহত হয়েছেন।

নিহত ঝন্টু খুলনা শহরের  আহসান আহমেদ রোড এলাকার মৃত মনীন্দ্রনাথের ছেলে। তিনি পেশায় নরসুন্দর।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮/আপডেট: ২০৫৪ ঘণ্টা
এমবিএইচ/এএটি/এসআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।