ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী এলেই শপথ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
প্রধানমন্ত্রী এলেই শপথ শপথ নেওয়া তিন মন্ত্রী ও একজন মন্ত্রীর নামের তালিকা

ঢাকা: শপথ নিতে বঙ্গভবনে হাজির হয়েছেন চারজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলেই তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।  

তিনি বলেন, প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা একজন পূর্ণমন্ত্রী হবেন।

আরও দু’জন নতুন মন্ত্রী হবেন। আর একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। নাম যেভাবে এসেছে সেভাবে ঠিক আছে।

মন্ত্রিসভায় আর কোনো রদবদল হবে কিনা- প্রশ্নে তিনি বলেন, এই চারজনই। নতুন করে আর রদবদল হবে না।

নারায়ণ চন্দ্র চন্দ, শাহজাহান কামাল, কেরামত আলী ও মোস্তাফা জব্বার।  ফাইল ফটো আইসিটি ব্যক্তিত্ব মোস্তাফা জব্বার, সংসদ সদস্য কেরামত আলী এবং শাহজাহান কামাল নতুন করে বর্তমান সরকারের মন্ত্রিসভায় আসছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র চন্দ একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে মন্ত্রীর পদ শূন্য রয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ নেওয়ার কথা রয়েছে।
***সন্ধ্যায় শপথ নেবেন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এমআইএইচ/কেজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।