ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ডিসেম্বরে ৯৩০ মামলা, জরিমানা আদায় সাড়ে ৬ লাখ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
কুমিল্লায় ডিসেম্বরে ৯৩০ মামলা, জরিমানা আদায় সাড়ে ৬ লাখ

কুমিল্লা: কুমিল্লা জেলাজুড়ে ট্রাফিক ব্যবস্থায় ই-ট্রাফিক প্রসিকিউশনে সফলতা এসেছে। এর মাধ্যমে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জেলাজুড়ে ৯৩০টি মামলায় জরিমানা আদায় হয়েছে ৬ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা।

সূত্রমতে, ট্রাফিক বিভাগ ৪৪৯টি মামলায় জরিমানা করেছে ৩ লাখ ৮২ হাজার ৮শ’ টাকা, বুড়িচং থানা পুলিশ ৪টি মামলায় জরিমানা করেছে ১  হাজার টাকা, লাকসাম থানা পুলিশ ১০টি মামলায় জরিমানা করেছে ৯  হাজার ৭শ’ টাকা, দাউদকান্দি থানা পুলিশ ৫১টি মামলায় জরিমানা করেছে ২৩ হাজার ৪শ’ টাকা, কোতয়ালী থানা পুলিশ ৯৩টি মামলায় জরিমানা করেছে ৫২ হাজার ৫৫০ টাকা, চৌদ্দগ্রাম থানা পুলিশ ২৭টি মামলায় জরিমানা করেছে ১০ হাজার ২শ’ টাকা, সদর দক্ষিণ থানা পুলিশ ২৫টি মামলায় জরিমানা করেছে ১৫ হাজার ২৫০ টাকা, বরুড়া থানা পুলিশ ৭৭টি মামলায় জরিমানা করেছে ৩৯ হাজার ২৫০ টাকা, বাঙ্গরা
বাজার থানা পুলিশ ২৫টি মামলায় জরিমানা করেছে ২৪ হাজার ৭শ’ টাকা, তিতাস থানা পুলিশ ৪৪টি মামলায় জরিমানা করেছে ১৯ হাজার ২শ’ টাকা, চান্দিনা থানা পুলিশ ৩১টি মামলায় জরিমানা করেছে ১৭ হাজার ৬৫০ টাকা, দেবিদ্বার থানা পুলিশ ২২টি মামলায় জরিমানা করেছে ১০ হাজার ৩৫০ টাকা, মুরাদনগর থানা পুলিশ ৮টি মামলায় জরিমানা করেছে ৪ হাজার ৪শ’ টাকা, হোমনা থানা পুলিশ ২৫টি মামলায় জরিমানা করেছে ১৪ হাজার ২শ’ টাকা, বি-পাড়া থানা পুলিশ ১৬টি মামলায় জরিমানা করেছে ৬ হাজার ৯শ’ টাকা, মেঘনা থানা পুলিশ ১৪টি মামলায় জরিমানা করেছে ১০ হাজার ৯শ’ টাকা, মনোহরগঞ্জ থানা পুলিশ ৯টি মামলায় জরিমানা করেছে ২ হাজার ৮শ’ টাকা।

তবে নাঙ্গলকোটে ই-ট্রাফিক প্রসিকিউশনে কোনো মামলা নেই।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ আল-মামুন জানান, জরিমানা আদায়ের ডিজিটাল সিস্টেমের ফলে আইন প্রয়োগ সহজতর হবে, মানুষের সময় ও শ্রমঘণ্টা বাঁচবে, যানজট কমবে, অতঃপর জনগণ স্বাভাবিকভাবে সড়কে নিরাপদে চলাফেরা করতে পারবে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।