ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার শ্রীধরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার শ্রীধরপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে সাইফ আলী ও দুর্লভপুর গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে শামীম মিয়া।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. মোশারফ হোসেনের নেতৃত্বে বিজিবি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সকালে শ্রীধরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দেহ তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা পাওয়ায় পথচারী সাইফ আলী ও শামীমকে আটক করা হয়। অভিযানকালে আরো দু’জন পালিয়ে যান। আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।