ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি’র প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ওআইসি’র প্রতিনিধি দল

কক্সবাজার: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি’র ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছেছে।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে কক্সবাজারে পৌঁছে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওআইসি’র ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি 'আইপিএইচআরসি' চেয়ারপার্সন ড. রশিদ আল বালুসি, ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবাসহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় ওআইসি'র প্রতিনিধি দল রোহিঙ্গাদদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।  

প্রতিনিধি দলটির বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এবং শুক্রবার (০৫ জানুয়ারি) সকালে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।