ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তফসিলের রোডম্যাপকে স্বাগত ‍জানালেন আতিকুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
তফসিলের রোডম্যাপকে স্বাগত ‍জানালেন আতিকুল

ঢাকা: আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ নির্বাচনের চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। সে লক্ষ্যে ৯ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব (ভারপ্রাপ্ত) হেলালুদ্দীন আহমদ।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম আতিক।  

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম বলেন, সংবাদমাধ্যমে দেখেছি ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করবে ইসি।

এটা অবশ্যই ভালো সংবাদ।
 
তিনি বলেন, আপনারা দেখছেন আমি এরইমধ্যে বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে মত বিনিময় করেছি। আওয়ামী লীগ ‍একটি বড় রাজনৈতিক দল, সেই দলের মনোনয়ন বোর্ড রয়েছে। সেই বোর্ড যদি আমাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করে তাহলে আমি সবাইকে নিয়ে পুরোদমে কাজ শুরু করে দেবো। আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই।
 
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।