ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমেকে সংঘর্ষের ঘটনায় ৫২ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
কুমেকে সংঘর্ষের ঘটনায় ৫২ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লা মেডিকেল কলেজ

কুমিল্লা মেডিকেল কলেজে  ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে  অজ্ঞাতনামা আরও ৩৫ জনসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিবার (৬ জানুয়ারি) কুমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বাদি হয়ে কোতয়ালী থানায় মামলাটি করেন।

 সংঘর্ষের ঘটনায় আটক হওয়া দুই আসামি রিয়াদ হোসেন ও সৌমিত্র আচার্যকে শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, শুক্রবার (৫ জানুয়ারি) ভোররাতে কুমেকের শেখ রাসেল হোস্টেলে আধিপত্য বিস্তার নিয়ে কুমেক ছাত্রলীগ নেতা আবদুল হান্নান ও হাবিবুর রহমান পলাশ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন ছাত্র আহত হন। এদের মধ্যে গুরুতর আহত কলেজের ২৩-তম ব্যাচের ছাত্র তৌফিকুল ইসলামকে এ্যাপোলো হাসপাতালে ও ইরফানুল হক রুপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 কোতোয়ালি মডেল থানার পরিদর্শক(তদন্ত) মো. সালাউদ্দিন আহমেদ ঘটনা ও মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।