ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হালুয়াঘাটে ছুরিকাঘাতে ২ তরুণ মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
হালুয়াঘাটে ছুরিকাঘাতে ২ তরুণ মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ছুরিকাঘাতে নিহত যুবকের স্বজনদের আহাজারি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকাশ (২৩) ও সৌরভ (২২) নামে দুই তরুণ মৃত্যুর ঘটনায় প্রধান আসামি নাহিদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৭ জানুয়ারি) বিকেলে স্থানীয় পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার দুপুরে নিহত আকাশের বাবা হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক মজিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় নাহিদসহ ৯ জনকে আসামি করা হয়।

শনিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হালুয়াঘাট উপজেলা সদরের সাহা পাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দু’পক্ষ সালিশে বসেন। সেখানে ঝগড়ার পর্যায়ে উত্তেজিত হয় আকাশ ও সৌরভকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। তাংক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত সিরাজুল সালেকীন শুন্যকে (২৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহীনুর রহমান পলাশকে (২২) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।