ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩২৯ পুলিশ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩২৯ পুলিশ সদস্য

ঢাকা: পুলিশি সেবায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে ৩২৯ পুলিশ সদস্য পাচ্ছেন আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ। ভালো কাজের মানদণ্ড বিবেচনা করে মোট ছয়টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
 

পুলিশ সপ্তাহ-২০১৮ উপলক্ষে আগামী ১০ জানুয়ারি রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক তাদের ‘আইজিপি ব্যাজ- ২০১৮’ পড়িয়ে দেবেন।
 
পুলিশ সদর দফতর সূত্র জানায়, আইন শৃংখলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশ বাহিনীর ইমেজ বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন পুলিশ বাহিনীর সদস্যরা।

 

অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর ওই সব পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পড়িয়ে সম্মানিত করা হয়।
 
এবছর ‘এ’ ক্যাটাগরিতে ৭৭, ‘বি’ ক্যাটাগরিতে ১০৬, ‘সি’ ক্যাটাগরিতে ৬৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৩, ‘ই’ ক্যাটাগরিতে ২৮ ও ‘এফ’ ক্যাটাগরিতে ২৮ পুলিশ সদস্য এ ব্যাজ পাচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।