ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে যাত্রীকে উত্ত্যক্ত করায় ২ কনস্টেবল ক্লোজড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
ঈশ্বরদীতে যাত্রীকে উত্ত্যক্ত করায় ২ কনস্টেবল ক্লোজড

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে ট্টেন যাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় রেলওয়ে থানা পুলিশের ২ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী জংশন স্টেশনের ২ নং প্লাটফর্মে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্যারা হলেন-সাজ্জাদ হোসেন (১০৭৮) ও অসীম কুমার (১০৭১)।

স্থানীয়রা জানান, ঈশ্বরদী জংশন স্টেশনে আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে বিরামপুর যাওয়ার জন্য ট্রেন যাত্রী অ্যাডভোকেট শাম্মি আক্তার তার ছেলে ও মেয়েকে নিয়ে অপেক্ষা করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশের দুই কনস্টেবল ওই নারীর মেয়েকে লক্ষ্য করে নোংরা ইশারা করে। একই সময় ওই লাইনে একটি লোকাল ট্রেন এলে ওই দুই কনস্টেবল ট্রেনের কামরাতে উঠে মোবাইলে ছবি তোলে। এ সময় ওই যাত্রী তাৎক্ষণিক তাদের কাছে গিয়ে প্রতিবাদ করলে তারা রেলওয়ে থানার ভেতর ঢুকে পড়ে। এ সময় প্রতিবাদকারী থানায় ঢুকতে চাইলে দায়িত্বরত আরও এক কনস্টেবল তাকে বাধা দেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে খবর পেয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খাঁন থানায় এসে উপস্হিত মানুষের কাছে অভিযোগ শুনে ঘটনার তদন্ত সাপেক্ষে ২ পুলিশ কনস্টেবলকে ক্লোজড করেন।

এ ব্যাপারে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খাঁন সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।