ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়পুকুরিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৭ লাখ টাকার চেক বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
বড়পুকুরিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৭ লাখ টাকার চেক বিতরণ বিভিন্ন প্রতিষ্ঠানে চেক বিতরণ করা হচ্ছে

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের প্রতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৭ লাখ টাকার চেক বিতরণ করেছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে বড়পুকুরিয়া খনির অফিসার্স ক্লাব মনমেলার সভাপক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. হাবিব উদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক (জিএম) ও কোম্পানি সচিব আবুল কাশেম প্রধানিয়া, জিএম এবিএম কামরুজ্জামান, জিএম মো. নুরুজ্জামান, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এমএ ওহাব সরকার, যুগ্ম সম্পাদক মো. আমজাদ হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন খনির জিএম (‌অর্থ ও হিসাব) মো. আব্দুল মান্নান পাটওয়ারী।

অনুষ্ঠান শেষে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার ২১টি মসজিদসহ ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।