ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় বাসচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
পাবনায় বাসচাপায় নিহত ১

পাবনা: পাবনায় বাসচাপায় বেলাল হোসেন (৫০) নামে গ্রামীণ ব্যাংকের এক শাখা ব্যবস্থাপক নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) সকালে পাবনা পৌর এলাকার দক্ষিণরাঘবপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত বেলাল হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চকচাবিলা গ্রামের দিলবর হোসেনের ছেলে।

তিনি পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লায় বসবাস করতেন।

পাবনা সদর থানার ওসি (তদন্ত) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বেলাল হোসেন মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে অফিসে যাওয়ার উদ্দেশে বের হন। শহরের দক্ষিণরাঘবপুর এলাকায় ঢাকা-পাবনা সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে একতা পরিবহন নামে একটি বাস তাকে চাপা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।  

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।