ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটগ্রাম সীমান্তে বসুন্ধরার পক্ষ থেকে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
পাটগ্রাম সীমান্তে বসুন্ধরার পক্ষ থেকে কম্বল বিতরণ পাটগ্রাম সীমান্তে বসুন্ধরার পক্ষ থেকে কম্বল বিতরণ

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী গ্রামের দুস্থ-শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের ফুটবল টিম ‘বসুন্ধরা কিংস’ এ কম্বল বিতরণ করে।

বসুন্ধরা কিংস ফ্যানস ক্লাব বুড়িমারী এবং বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার (হিসাব ও অর্থ) আহসান হাবিব বাদশার উদ্যোগে ৩০০ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান শাহীন, আওয়ামী লীগ নেতা সামছুল আলম ও ব্যবসায়ী এরশাদুল আলম মাসুদ।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।