ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লেকহেডে স্কুলের মালিক ‘নিখোঁজ’, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
লেকহেডে স্কুলের মালিক ‘নিখোঁজ’, থানায় জিডি

ঢাকা: রাজধানীর গুলশানে অবস্থিত লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেক হোসেন মতিন ‘খোঁজ’ মিলছে না জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গুলশান থানায় এই জিডি করেন মতিনের অফিসের স্টাফ ইদ্রিস আলী। জিডি নম্বর-১৩৭৮।

এতে বলা হয়, মতিন বিকেল ৪টায় গুলশান-১ এর ১৩৫ নম্বর রোডে অবস্থিত লেকহেড গ্রামার স্কুলের সামনে থেকে তিনি ‘নিখোঁজ’ হয়েছেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেক হোসেন মতিন নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। জিডির প্রেক্ষিতে ‘নিখোঁজ’ মতিনকে খুঁজে পেতে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।