ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৩, জানুয়ারি ২২, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২১ জানুয়ারি) রাত ২টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, ঘন কুয়াশার কারণে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পদ্মার মাঝে নোঙর করে রাখা হয়েছে কমপক্ষে ৬টি ফেরি।

এছাড়া কাঁঠালবাড়ী ঘাট এলাকায় যাত্রী ও পণ্যবাহী পরিবহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান মো. রুহুল আমিন।  

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।