ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
‘রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি’ বঙ্গভবন (ফাইল ফটো)

ঢাকা: দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। জাতীয় সংসদের চলতি ১৯তম অধিবেশনের মধ্যেই সদস্যদের (এমপি) ভোটে এ নির্বাচন হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হয়ে আসায় নির্বাচন কমিশন (ইসি) এ পদে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

সোমবার (২২ জানুয়ারি) রাতে আইনমন্ত্রী বাংলানিউজকে জানান, ‘নির্বাচন কমিশনের মাধ্যমে আমি জানতে পেরেছি, তারা ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে যাচ্ছে। ’

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।

তিনি ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বগ্রহণ করেন।  

সংবিধান অনুযায়ী, মেয়াদ অবসানের পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে। সে হিসেবে ২৪ জানুয়ারি (বুধবার) থেকে শুরু হচ্ছে নির্বাচনের ক্ষণ গণনা।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের বৈঠক ডাকা হয়েছে। সেখানে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হবে। ’

আইন অনুযায়ী, এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন। মো. আবদুল হামিদ প্রথম মেয়াদে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
আরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।