ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে গ্যাস লাইন ফেটে আগুন, সরবরাহ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
মির্জাপুরে গ্যাস লাইন ফেটে আগুন, সরবরাহ বন্ধ

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাস সঞ্চালন লাইন ফেটে আগুনের সূত্রপাত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ করার সময় মির্জাপুর শহর বাইবাস বাসস্ট্যান্ড এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে যায়।

এতে পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে বিকেল সাড়ে চারটার দিকে টাঙ্গাইল তিতাস অফিসের লোকজন ঘটনাস্থলে এসে লাইনটি বন্ধ করে দিলে অাগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায় মহাসড়কের উভয়পাশে প্রায় ছয় কিলোমিটার স্থায়ী হয়।

টাঙ্গাইল তিতাস অফিসের ম্যানেজার মামুন বাংলানিউজকে জানান, মহাসড়কে উন্নীতকরণ কাজ করার সময় সঞ্চালন লাইন ফেটে আগুনের সূত্রপাত হয়। বর্তমানে লাইনটি বন্ধ করে সংস্কার কাজ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।