ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ৫ জুয়াড়ির কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
লালমনিরহাটে ৫ জুয়াড়ির কারাদণ্ড

লালমনিরহাট: প্রকাশ্যে জুয়া খেলার দায়ে লালমনিরহাটে ৫ জুয়াড়িকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (নেজারত-এনডিসি) গোলাম ফেরদৌস এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বনগ্রাম এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আইয়ুব আলী (৩৪), ফুলগাছ গ্রামের ছাত্তারের ছেলে কামাল হোসেন (৩৮), সাহেবপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে নয়ন মিয়া (৩৯), কোদালখাতা গ্রামে শুকর আলীর ছেলে মিন্টু মিয়া (৩৫) ও সাধুটারী গ্রামের নারায়ণ চন্দ্র মোহন্তের ছেলে শ্যামল চন্দ্র মোহন্ত (৫০)।

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে ফুলগাছ এলাকা থেকে ওই ৫ জুয়াড়িকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।