ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে আইনজীবী সমিতির সভাপতি লতিফ, সম্পাদক মামুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
চাঁদপুরে আইনজীবী সমিতির সভাপতি লতিফ, সম্পাদক মামুন আব্দুল লতিফ শেখ ও আব্দুল্লাহ আল মামুন। ছবি- সংগৃহীত

চাঁদপুর: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ শেখ। 

নির্বাচনে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মোট ছয় জন নির্বাচিত হয়েছেন। সমিতির ১৫টি পদের মধ্যে বাকী ৯টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।

 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ১১টায় নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বিণয় ভূষণ মজুমদার এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২৫৭ জন ভোটার ৪টি বুথে ভোট দেন। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

নির্বাচিত প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. আবদুল্লাহীল বাকী, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. মোরশেদ আলম তালুকদার বাবুল, যুগ্ম সম্পাদক অ্যাড. মনির হোসেন, সম্পাদক ফরমস অ্যাড. মো. নুরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরি অ্যাড. আবু সাঈদ, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. মেরাজ আহমেদ সিদ্দিকী মাসুম, জেনারেল অডিটর অ্যাড. মো. আলম খান মঞ্জু, রানিং অডিটর অ্যাড. আবদুল মান্নান মিয়াজী, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাড. মোহাম্মদ কাইউম, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. মোহাম্মদ ইয়াছিন আরাফাত, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাড. মুহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, অ্যাড. মো. ইমাম হোসেন ও অ্যাড. দিজেন্দ্র লাল আচার্য্য।

এতে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাড. শহীদুল্লাহ কায়ছার ও অ্যাড. বিল্লাল হোসেন।

বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।