বুধবার (১৪ নভেম্বর) ভোর রাতে উপজেলার টবগী গ্রাম থেকে তাকে আটক করা হয়। ঝন্টু ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার টবগী এলাকায় অভিযান চালায়। এ সময় হরিণের মাংসসহ ঝন্টুকে আটক করা হয়। মনপুরা থেকে হরিণের এ মাংস আনা হয়েছিলো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানান তিনি।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
আরএ