ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৬ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প।

কক্সবাজার: কক্সবাজারের কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গ্যাস সিলিন্ডার (বেলুন ফোলানোর গ্যাস) বিস্ফোরণে শিশুসহ ১৬ জন আহত হয়েছেন। 

 

শনিবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে জেলার উখিয়া উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের জি টু ব্লকের দুই পাহাড়ের মাঝখানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বেলুনবিক্রেতা মো. ইলিয়াছ (৩০), রোহিঙ্গা শিশু আজিজুল হক (১০), আমান উল্লাহ (১১) ও আলকামা (১০) গুরুতর আহত হয়।

তাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে।

মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের আইসি পুলিশ পরিদর্শক মো. ইয়াছিন বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, সকালে পাঁচ নম্বর ক্যাম্প হিসাবে পরিচিত উখিয়ার মধুরছড়া ক্যাম্পের জি টু ব্লকের দুই পাহাড়ের মাঝখানে বেলুনে গ্যাস ভরছিলেন ইলিয়াছ নামে এক রোহিঙ্গা। ইলিয়াছ পুরনো রোহিঙ্গা। বেলুনের ব্যবসা করেন। এ সময় বেলুন ফোলানো দেখতে তাকে ঘিরে ১৫-২০ জন শিশু জড়ো হয়ে যায়। একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তাদের মধ্যে ১৬ জন দগ্ধ হয়। আহতদের মধ্যে বেশির ভাগই ১০ থেকে ১৫ বছরের শিশু।

পুলিশ পরিদর্শক ইয়াছিন আরো জানান, আহতদের প্রথমে এমএসএফ হাসপাতালে পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮/ আপডেট: ১৩২৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।