রোববার (১৮ নভেম্বর) দুপুরে রাঙামাটির রাজবন বিহার থেকে তাকে আটক করা হয়।
শিশুটির পরিবারিক এবং পুলিশ সূত্রে জানা যায়- এরেক্কু চাকমা দীর্ঘদিন ধরে বেকার।
কিছুক্ষণ পরে এরেক্কু নিরবকে নিয়ে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বগাপাড়া এলাকায় চলে যান। ওইদিন বিকেলে শিশুটিকে গলাটিপে হত্যা করে ওই এলাকার গহীন পাহাড়ে মাটি চাপা দিয়ে রাঙামাটি সদরে চলে আসেন।
কাজ থেকে ফিরে এসে ছেলেকে না পেয়ে স্বামীকে জিজ্ঞেস করলে তিনি জানেন না বলে জানান। পরে তারা দু’জনেই নিরবকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও পান না। এরই মধ্যে রোববার দুপুরে স্বজনদের মাধ্যমে অন্তরা জানতে পারেন নিরবকে তার স্বামী হত্যা করেছে। বর্তমানে তিনি রাঙামাটির রাজবন বিহার এলাকায় অবস্থান করছেন। অবশেষে স্বজনদের সহযোগিতায় দুপুরে এরেক্কুকে রাঙামাটির রাজবন বিহার এলাকা থেকে আটক করে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর আলম জানান-পুলিশ মরদেহটি ওই এলাকা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠিয়েছে। সন্তান হত্যার দায়ে বাবার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
আরএ