ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ ক্লাবের ১২৫ বছরপূর্তিতে শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
নারায়ণগঞ্জ ক্লাবের ১২৫ বছরপূর্তিতে শোভাযাত্রা শোভযাত্রা, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ১৮৯৩ সালে ব্রিটিশ আমলে গঠিত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ১২৫ বছরপূর্তি উপলক্ষে শহরে বিশাল রাজকীয় শোভযাত্রা বের করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণ থেকে হাতি ঘোড়া ও ব্যান্ড বাজনাসহ ক্লাবের প্রায় ৫ শতাধিক সদস্য নিয়ে শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ব্রিটিশ আমলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মোঘল আমল ও বর্তমান সময়ের বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় শোভযাত্রায় তুলে ধরা হয়।

শোভযাত্রায় ইংরেজ আমলে মিলকল বাহিনীর পুলিশ, মোঘল আমলে নবাব সিরাদৌল্লা আদলে রাজা রানি ও রাজকীয় ঘোড়া হাতি এবং বাংলাদেশ আমলে বিভিন্ন ব্যান্ড বাজনা ছিল। সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের বাগানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শোভযাত্রায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ, উদযাপন কমিটির চেয়ারম্যান ফিরোজ আলম, উপদেষ্টা একেএম সেলিম ওসমান, সুলতান উদ্দিন ভূঁইয়া, শাহ আলম চৌধুরী, আব্দুর রাশেদ রাশু, খবির আহম্মেদ, এম এ রহমান, আনোয়ার হোসেন আনু, কাসেম জামাল, মাহমুদ হোসেন, এম সোলায়মান, সদস্য ডা. একেএম শফিউল আলম ফেরদৌস, শেখ হাফিজুর রহমান, সোহেল আক্তার, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার হোসেন মো. তানিম তৌহিদ, মো. ইদী আমিন ইব্রাহিম খলিল, মো. আশিক উজ জামান, সেলিম রেজা সিরাজী, সজল কুমার রায়, শংকর কুমার রায়, তমিজ উদ্দিন রিজভী, খাজা এবায়দুল হক টিপু, চন্দনশীল ও হাবিবুর রহমান বাদল।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।