ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তাজমহল পরিদর্শনে সেনাবাহিনীর প্রতিনিধি দল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
তাজমহল পরিদর্শনে সেনাবাহিনীর প্রতিনিধি দল তাজমহল পরিদর্শনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল

ঢাকা: ভারতে সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল আগ্রার তাজমহল পরিদর্শন করেছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানিয়েছে, সেনা প্রতিনিধি দলের সদস্যরা সফরের তৃতীয় দিন তাজমহল ও আগ্রা দুর্গ পরিদর্শন করেন। এছাড়াও তারা ভারতের রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, মানেকশ সেন্টারসহ দিল্লির বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।

    

বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে চলমান সহযোগিতা বিস্তৃত করতেই এ সফরের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেনা বাহিনীর তরুণ ২৫ কর্মকর্তার সঙ্গে সফরে তাদের স্ত্রীরাও সঙ্গী হয়েছেন। ভারতীয় বিমান বাহিনীর দুটি এয়ারক্রাফটে প্রতিনিধি দলের সদস্যরা সোমবার ঢাকা থেকে দিল্লি পৌঁছান।  

বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে এক বৈঠকে এ সফরের বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। সে অনুযায়ী ভারতের সেনাপ্রধান এ সফর বাস্তবায়নের উদ্যোগ নেন।  

প্রতিনিধি দলের সদস্যরা দিল্লি,  আগ্রা, কলকাতার বিভিন্ন স্থানের পাশাপাশি কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া পরিদর্শন করবেন।  বাংলাদেশ ও ভারতের জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধি ও সংস্কৃতি বিনিময় এ সফরের অন্যতম উদ্দেশ্য।

২৬ নভেম্বর ভারত সফরে গেছেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলের সদস্যরা  আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ভারত সফর করবেন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।