ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
হাতীবান্ধায় অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি  অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের খানের বাজার এলাকার মনোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, সকালে সপরিবারে মাঠে কাজে যান কৃষক মনোয়ার হোসেন।

এ সময় বাড়িতে হঠাৎ আগুন লাগে। স্থানীয়দের  খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থেলে গিয়ে আগুন নেভায়। তার আগেই আগুনে তিনটি বসতঘর, ঘরের মালামাল, আসবাবপত্র, ধান-চাল ও নগদ অর্থসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।  

বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।