শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শাকিলের বাবা আবু বকর সিদ্দিকী জানান, গত ১১ নভেম্বর দুপুরে অটো নিয়ে বাসা থেকে বের হন শাকিল।
পরের দিন ১২ নভেম্বর মিরেরবাগ পুলিশ ফাঁড়ির পাশের একটি জায়গা থেকে দুই চোখ উপড়ানো ও রক্তাক্ত অবস্থায় শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।
শাকিলার মা আলেয়া বেগম বলেন, সেদিন দুপুর থেকেই কয়েক দফায় ফোন আসছিলো শাকিলের মোবাইলে। যেতে চাচ্ছিল না কিন্তু কিন্তু ভাড়ার কথা বলে শাকিলকে বাসা থেকে বের করা হয়। তারপর থেকে আমার ছেলের আর কোনো খোঁজ নেই। পরে তার লাশ পাই আমরা।
শাকিলকে হত্যার ঘটনায় কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে শাকিলের বাবা বলেন, আমরা গরিব মানুষ। আমাদের এমন কোনো সম্পত্তি ও নেই যার জন্য কেউ আমাদের ছেলেকে হত্যা করবে। আমরা শুধু আমাদের ছেলে হত্যার বিচার চাই।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
এসএইচএস/এএ