ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
মাগুরায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী গ্রেফতার আটক ছিনতাইকারী

মাগুরা: মাগুরা ভায়নার মোড় এলাকা থেকে সিসি টিভি ফুটেজ দেখে সালমান মাতুবর নামে এক ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ইজিবাইক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আরো তিন ছিনতাইকারী পালিয়ে যায়।

শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে ভায়না মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

সালমান মাতুবর মাদারিপুর জেলার হাজির হাওলা গ্রামের মো. সিদ্দিক মাতুবরের ছেলে।

 

বাকি তিন ছিনতাইকারী হলেন-বাবুল, আকরাম ও আনোয়ার।  সালমান পুলিশের কাছে স্বীকার করেছে তারা মাগুরা থেকে ৩০টির বেশি ইজিবাইজ ছিনতাই করেছে।

ইজিবাইক চালক সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে মাগুরা স্টেডিয়াম এলাকা থেকে ডিবি পরিচয় দিয়ে আমার ইজিবাইকে ওঠেন তারা। গোপালপুর নিয়ে ইজিবাইক থামাতে এবং আমাকে নামতে বলেন। পরে আমার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

আজও তারা ভায়না মোড়ে একটি প্রাইভেটকারে করে এসে ডিবি
পুলিশ পরিচয় দেন। এসময় স্থানীয় ইজিবাইক চালকরা তাদের চিনতে পেরে ধরতে গেলে তিনজন পালিয়ে গেলেও সালমানকে আটক করা হয়। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।
সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পুলিশ।  

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।