ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রলির ধাক্কায় ভিক্ষুক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
নীলফামারীতে ট্রলির ধাক্কায় ভিক্ষুক নিহত

নীলফামারী: নীলফামারীতে মাটি বোঝাই ট্রলির ধাক্কায় মনছুর আলী ফকির ওরফে বাউরা (৫৫) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। 

শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা শহরের আনন্দ বাবুর পুল ও মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনছুর আলী সদরের কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মনছুর আলী ভিক্ষা করে বাড়ি ফিরছিলেন। পথে ওই স্থানে নীলফামারীগামী মাটি বোঝাই একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে ট্রলি ও হেলপার আকাশ চন্দ্র রায়কে আটক করে। ট্রলির চালক ধনেশ্বর রায় পলাতক রয়েছে। তাদের দুইজনের বাড়ি সদরের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকায়।

ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মনছুর আলী ফকির একজন ভিক্ষুক। ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।