ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
পাথরঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে আবুল হাসেম (৮০) নামে এক বৃদ্ধের নিহত হয়েছেন।

বুধবার (২৬ ডিসেম্বরর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কামারহাট বাজার সংলগ্ন কালীবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম ওই উপজেলার রূপধন গ্রামের বাসিন্দা।

জানা যায়, গ্রামীণ ফোনের বিপণন কর্মকর্তা শহিদুল ইসলামের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ আবুল হাসেমকে ধাক্কা দেয়। এসময় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার উল্লাহ তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শহিদুলও গুরুতর আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।