ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুড়ীতে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
জুড়ীতে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১ 

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে তাহের আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের ছয় জন।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহের আলী একই ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা।

প্রাথমিক অবস্থায় আহতদের নাম ঠিকানা জানা যায়নি।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফসলি জমি নিয়ে এলাকার তাহের আলী ও চান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বিবদমান ওই জমিতে ধানের চারা রোপন নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে প্রতিপক্ষের আঘাতে  তাহের আলীসহ উভয়পক্ষের ছয়/সাত জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাহের আলীকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।