ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুলাদী‌তে বোমা ফা‌টি‌য়ে স্বর্ণের দোকা‌নে ডাকা‌তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
মুলাদী‌তে বোমা ফা‌টি‌য়ে স্বর্ণের দোকা‌নে ডাকা‌তি তিনটি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকান লুট করেছে ডাকাতরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের মুলাদীতে হাতবোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (২ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মুলাদী বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০ থেকে ২৫ সদস্যের একদল ডাকাত সোমবার মধ্যরাতে মুলাদী বন্দরে প্রবেশ করে।

তারা হামবোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের জিম্মি করে বন্দরের বনশ্রী জুয়েলার্স, রিতা জুয়েলার্ন, জননী জুয়েলার্স নামে তিনটি স্বর্ণের দোকান ও রহমত স্টোর নামে একটি মুদি দোকানে লুটপাট চালায়।

পরে পুলিশের সদস্যরা আসার আগমুহূর্তে ডাকাতরা হাতবোমা ফাটিয়ে নদীপথে পালিয়ে যায়।

আধঘণ্টা ধরে চলা এ তাণ্ডবে মোট ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকার ওপর লুট করে নেয় ডাকাতরা।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত হাতবোমোর আলামত ও দু’টি লাল টেপ পেঁচানো ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ডাকাতদের আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডি‌সেম্বর ০৩, ২০১৯ (আপডেট: ১৪৪৩ ঘণ্টা)
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।