ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস পালন করবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস পালন করবে সরকার

ঢাকা: ৪ ডিসেম্বর (বুধবার) প্রথমবারের মতো ‘জাতীয় বস্ত্র দিবস-২০১৯’ উদযাপন করতে যাচ্ছে সরকার। এ উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়েছে, জাতীয় বস্ত্র দিবস-২০১৯ উপলক্ষে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।

 

পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জাতীয় বস্ত্র দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।  

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও পাট সচিব লোকমান হোসেন মিয়াসহ বস্ত্রখাতের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজন এ র‌্যালিতে  অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।  

এছাড়া আগামী ৯ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এ খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে ।

প্রতিবছর ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯ 
জিসিজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।