ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারওয়ান বাজার-উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
কারওয়ান বাজার-উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা: অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর উত্তরা ও কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় বলে ডিএনসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, উত্তরা ৬ ও ৮ নম্বর সেক্টরে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এবং কারওয়ান বাজারে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উত্তরায় অভিযানে ফুটপাত ও সড়কে অবৈধভাবে স্থাপিত প্রায় ১৫০টি অস্থায়ী দোকান, টংঘর, টিনশেড ঘর ইত্যাদি উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফার্মগেট থেকে বিজ্ঞান কলেজ হয়ে তেজগাঁও-পান্থপথ লিংক রোড সড়কের ও ফুটপাতসহ কারওয়ান বাজারের বিভিন্ন গলি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এসময় ২৭০টির বেশি ভাসমান, অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে। মুরগি পট্টির ফুটপাত অবৈধ দখলমুক্ত করে তা দোকানের মালিকদের মাধ্যমে পরিষ্কার করানো হয়। এছাড়া দোকানের বাইরের ফুটপাত অবৈধ দখলের কারণে এক ফল দোকান মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।