ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪৫ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সামছুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার রূপগঞ্জের চনপাড়া বস্তিতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) ড. এ এস এম মাসুম রব্বানীর সার্বিক তত্ত্বাবধানে এবং বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন ও মো. তরিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দ আনসার ও ভিডিপির ২০ জন এবং কোস্টগার্ডের ১০ জনসহ প্রায় ৩০০ জন অভিযানে অংশ নেন।

অভিযানে ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৭৩০ টাকাসহ ১৩ মাদকবিক্রেতাকে আটক করা হয়।

আটকরা হলেন- মনোয়ারা বেগম (৩৫), ময়না বেগম (৪৫), জহিরুল ইসলাম (২৫), পিন্টু (২৬), সীমা (২০), রুনা (৩৫), আকাশ (২০), মাসুম (২৮), মামুন (৩৩), হৃদয় (২০), লুৎফা (৩৫), রিতু। একজনের নাম জানা যায়নি।

আটকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠিয়েছেন। আসামিরা দীর্ঘদিন যাবত ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।