ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৯
ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ: ঢাকা-ঈশ্বরদী রেলপথে সিরাজগঞ্জের মুলিবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, ঈশ্বরদী থেকে আসা ভারতীয় পাথর বোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে আসার কথা।

ট্রেনটি মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি আটকা রয়েছে।  

তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারে ইতোমধ্যে ঈশ্বরদী থেকে লাইফ ইঞ্জিন ঘটনাস্থলে আসছে। ওই ট্রেন আসার পর এ রেলপথ সচল হবে।

এদিকে সিরাজগঞ্জ শহরে মূল প্রবেশ পথ মুলিবাড়ী চেকপোস্টে এ ইঞ্জিনটি বিকল হওয়ার কারণে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।