ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীর অধিকার নিশ্চিতে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
প্রতিবন্ধীর অধিকার নিশ্চিতে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন

ঢাকা: প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সে জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

বুধবার (০৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দিবসটি উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে ‘ডিজেবিলিটি ব্যারিয়ার্স: রোল অব রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান্স’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করা হয়।  

ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রফেসর ডা. মো. মাঈনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য প্রফেসর ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. তসলিম উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান খান, সহযোগী প্রফেসর ডা. মশিউর রহমান খসরু প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিবন্ধীদের অধিকারের কথা বলা আছে। প্রতিবন্ধীবান্ধব দেশ গড়তে আমাদের কার্যকরী উদ্যোগ নিতে হবে।  

বক্তারা আরও বলেন, প্রতিবন্ধিতা অক্ষমতা নয়। প্রতিবন্ধিতার শিকার মানুষদের অধিকার বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।  

বাংলাদেশ সময় : ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এমএএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।