ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ৮ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
মেহেরপুরে ৮ কেজি গাঁজাসহ দুই বিক্রেতা আটক

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদককারবারীকে আটক করেছে গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাজীপুর গোলামবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কয়াফনিয়া গ্রামের শাহাজামাল হোসেনের ছেলে শাহ মুসলিম ওরফে তামিম (২৪) ও একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর ছয়ঘরিয়া এলাকার ওয়ারেস মণ্ডলের ছেলে নাইম মণ্ডল (২৩)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই দুই মাদককারবারী দৌলতপুর সীমান্ত থেকে চোরাই পথে গাঁজা নিয়ে কাজীপুর-বামন্দী রোডের গোলামবাজার এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দু’টি লাগেজের ভেতর থেকে ৪ কেজি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ওই দুই মাদককারবারীকে আটক করে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।