ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫ টাকার পান কিনে ১শ টাকা ভাংতি না পেয়ে দোকানিকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
৫ টাকার পান কিনে ১শ টাকা ভাংতি না পেয়ে দোকানিকে কুপিয়ে জখম

মেহেরপুর: ৫ টাকার পান কেনার পর ১শ টাকার নোট ভাংতি চেয়ে না পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে দোকানিকে কুপিয়ে জখম করে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে গাংনী পৌরসভার বাদল হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। এসময় ঠেকাতে গেলে দোকানির মা ও বোনকেও পেটানো হয়।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাংনী বাজারস্থ জাকির হোসেন স্টোরে এ ঘটনা ঘটে।

দোকানি শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়া এলাকার বাদল হোসেন আমার কাছ থেকে একটি ৫ টাকা মূল্যের পান কেনার পর ১শ টাকার নোট দেন।

টাকা ভাংতি নেই জানানো হলে সে আমার সঙ্গে তর্ক শুরু করে দেন। এক পর্যায়ে সে তার ছোট ভাই প্রিন্সকে ডেকে আনে। পরে দু’জনে মিলে আমাকে চাইনিজ কুড়াল দিয়ে কোপাতে থাকে। এসময় আমার চিৎকার শুনে মা ও বোন ছুটে আসলে তাদেরও পেটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী বাদল হোসেন ও প্রিন্স হামলার পর স্থানীয়রা ধাওয়া করলে কুড়ালটি ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় কোপানোর কাজে ব্যবহৃত চাইনিজ কুড়ালটি উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত দুসহোদরকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এদিকে গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন হামলাকারীকে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।