ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে উদযাপিত হচ্ছে বিজয় দিবস 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
মাদারীপুরে উদযাপিত হচ্ছে বিজয় দিবস 

মাদারীপুর: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। 

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা হয় দিবসের শুভ সূচনা করা হয়।

সকালে মাদারীপুর ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক’-এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব শেণী-পেশার মানুষ।

পরে সব যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও রায় দ্রুত কার্যকর করার দাবি নিয়ে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় থেকে একটি ‘বিজয় র‌্যালি’ বের করা হয়।  

র‌্যালিটি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভী আচমত আলী খান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।  জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনও চলছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনও চলছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।