ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ‘সোনার বাংলা পার্ক’ নির্মাণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
পঞ্চগড়ে ‘সোনার বাংলা পার্ক’ নির্মাণ কাজের উদ্বোধন

পঞ্চগড়: পঞ্চগড়ে করতোয়া নদীর তীরে বিনোদন কেন্দ্র ‘সোনার বাংলা পার্ক’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের তুলারডাঙ্গায় এ পার্কের উদ্বোধন করেন পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-সদর-আটোয়ারী) আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

জানা গেছে, মুজিব বর্ষ-২০২০ উপলক্ষ্যে পঞ্চগড় শহর রক্ষাবাঁধ (তুলারডাঙ্গা বাঁধ)-এ প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে করতোয়া নদীর তীরে নির্মিত হতে চলছে ‘সোনার বাংলা পার্ক’ নামে একটি নান্দনিক বিনোদন কেন্দ্র।

আর করতোয়া নদীর তীরে এ পার্ক নিমার্ণ কাজের বাস্তবায়ন করবে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। টাঙ্গাইলের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজ’ পার্ক নির্মাণের কাজটি করছে। পার্কটিতে ছাতাসহ সিটিং চেয়ার চারটি, সিটিং বেঞ্চ দশটি, দুইটি করে পাবলিক টয়লেট, গেট, হ্যান্ড টিউবওয়েল এবং ছয়টি খেলনাসহ সৌন্দর্যবর্ধক গাছ ও ফুলের বাগান করা হবে।
...
এর আগে পঞ্চগড় পাউবো’র আয়োজনে তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পাউবো’র নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।