ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জ: গৃহহীনদের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ হওয়ায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুজ্জামান সৈয়দুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখা হতে উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি জানানো হয়।  

মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান সৈয়দুরের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী এ সাময়িক বরখাস্ত আদেশ জারি করা হয়।

 

জানা যায়, উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গৃহহীন ১৬ জন দরিদ্র মানুষকে জনপ্রতি ২০ হাজার টাকার বিনিময়ে তিন মাসের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়ার শর্তে প্রতিজনের কাছ থেকে প্রথম কিস্তির ১০ হাজার টাকা করে মোট এক লাখ ৬০ হাজার টাকা আদায় এবং ইউপি সদস্য আলী আকবর ওই টাকা গত ২ জানুয়ারি ২০১৮ তারিখে চেয়ারম্যান সাইদুজ্জামান সৈয়দুরের কাছে হস্তান্তর করেন। কিন্তু দেড় বছর অতিবাহিত হলেও ঘর নির্মাণ না করে অর্থ আত্মসাতের অভিযোগ এনে মুমুরদিয়া ইউপি সদস্য আলী আকবর গত ২৭ আগস্ট ২০১৯ তারিখে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসক অভিযোগটি কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্ত করার নির্দেশ দেন। ইউএনও বিষয়টি তদন্ত করার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেন। সহকারী কমিশনারের (ভূমি) তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। এরপর জেলা প্রশাসক পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে পাঠান।  

কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকতারুন নেছা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।