ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষক বাঁচাতে চাষাবাদে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
কৃষক বাঁচাতে চাষাবাদে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

বাগেরহাট: কৃষক বাঁচাতে চাষাবাদে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। প্রযুক্তির ব্যবহারে কৃষকদের খরচ ও সময় বাঁচবে অনেক। যার ফলে কৃষকরা তাদের ফসল উৎপাদন করে লাভবান হতে পারবেন। কৃষি বিষয়ক নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগাতে হবে। লাভজনক চাষাবাদে প্রযুক্তির কোনো বিকল্প নেই। কৃষকরাই দেশের অর্থনীতিকে সচল রাখে। তাই সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেলে অনুষ্ঠিত ধানের লাভজনক মূল্য ও ক্ষুদ্র কৃষকের খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক অমিতাভ মন্ডল।

গণবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্রিকের পরিচালক মাশরুর ইসলাম, খানি-খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনা পারভীন, সাংবাদিক আরিফুল ইসলাম, ইউপি সদস্য মমতা রানী সেন, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মৃদুল কিশোর বিষ্ণু, বিএডিসির ফারুক আহমেদ, ইনিশিয়েটিভ ফর রাইট ভিউয়ের ফেলো কাজী মিজানুর রহমান।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সেমিনারে ধানসহ কৃষি পণ্যের ন্যায্যমূল্য ও কৃষির চলমান সংকট নিরসনের বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।