ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
নাটোরে দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ৪

নাটোর: নাটোরে দাদন ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এসময় দুইটি বাস কাউন্টার ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হয়বতপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নাটোর থানার ভারপ্রাপ্তর কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সুদের ব্যবসাসহ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুরে সদর উপজেলার হয়বতপুর বাজারে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেনের সঙ্গে স্থানীয় পরিবহন শ্রমিক নেতা চাঁদ মিয়ার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে শ্রমিক নেতা চাঁদ মিয়াসহ ৪ জন আহত হন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানায় ডেকে আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।