ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
নলছিটিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ঝালকাঠির নলছিটিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন (এনসিএফ)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির উদ্যোগে নলছিটি পৌরসভা মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. এম আলম খান কামাল, নলছিটি পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন, ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার দু’শর বেশি অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।