ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল  ৭ বাংলাদেশি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল  ৭ বাংলাদেশি দেশে ফিরল ৭ বাংলাদেশি: ছবি-বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়ার পর দু’বছর কারাভোগ শেষে ৭  যুবককে ট্রাভেল পারমিটে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধায়  ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন, রাজশাহী জেলার রশিদ সরকারের ছেলে সাগর সরকার, আব্দুল মালেকের ছেলে শাহজাহান, জহুরুল মন্ডলের ছেলে সম্রাট মন্ডল, খলিল আলীর ছেলে নুর ইসলাম, শমসের গাজীর ছেলে মনিরুল ইসলাম, মঈনুদ্দিনের ছেলে সুজন উদ্দিন ও কুষ্টিয়া জেলার নাজিম উদ্দিনের ছেলে মজনু আলী।

ফেরত আসা সাগর সরকার জানায়, তারা কেরালা প্রদেশে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়। এরপর তারা সেদেশের ত্রিশুল সেন্ট্রাল জেলে দুই বছর জেল খাটে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) খোরশেদ আলম বলেন, গত দুই বছর আগে ভালো কাজের আশায় তারা ভারতের কেরালা প্রদেশে যায়। সেখানে যেয়ে তারা একটি কোম্পানিতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে জেল হাজতে যায়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের বেনাপোল দিয়ে  ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস  জানান, ফেরত আসা বাংলদেশিদের আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়ঃ ০০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।