ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষা সরকারের দয়া নয়, মানুষের অধিকার: গণপূর্ত মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
শিক্ষা সরকারের দয়া নয়, মানুষের অধিকার: গণপূর্ত মন্ত্রী

পিরোজপুর: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষা সরকারের দয়া নয়, মানুষের অধিকার। এজন্য সবার শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার বছরের প্রথম দিনেই ৩৫ কোটিরও বেশি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন। 

বুধবার (০১ জানুয়ারি) জেলার সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণকালে তিনি এ কথা বলেন। এদিন জেলার সাতটি উপজেলায় প্রায় তিন লাখ শিক্ষার্থীর মধ্যে ২৫ লাখের বেশি বই বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে যাতে ঝরে না পড়ে সেজন্য সরকার বিনামূল্যে স্নাতক শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আজিযের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।